Do you More Information Need?
Please Call Us
042171860, 01708894501
ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবকাঠামো তৈরী করা অর্থাৎ ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। যেমন- লেয়াউট কেমন হবে, হেডার কেমন হবে, মেনু কেমন হবে, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করা হবে ইত্যাদি। এ ক্ষেত্রে বাংলাদেশিদের কাজেরও তাই সম্ভাবনা অফুরন্ত। ওয়েবসাইট ডিজাইনার হওয়ার জন্য মূলত HTML, CSS, JavaScript, Bootstrap, Wordpress এর কাজ শিখলেই হয়। আর আরেকটু ভালো পারফরম্যান্সের জন্য php বেসিকসহ আরো কয়েকটি প্রোগ্রামে দক্ষতা অর্জনের প্রয়োজন পড়ে।
ওয়েব ডিজাইনের পাশাপাশি আমরা Front & Back-end ওয়েব ডেভেলপমেন্ট এর উপর প্রশিক্ষণ দিয়ে থাকি।
একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন- রেজিস্ট্রেশন করা, অ র্ডার করা, নতুন তথ্য আপডেট করা ইত্যাদি। আপনি যদি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ধাপে বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে HTML, CSS, jQuery, JavaScript, PHP, MySQL, Java ইত্যাদি সম্পর্কে ভালো জানতে হবে । এছাড়া ASP, .NET, AJAX ইত্যাদি জানতে হবে।
একজন ভালোমানের ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে অবশ্যই লজিকাল ও আন্যালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ধাপে ধাপে কাজ করার বিষয়টা বুঝতে হবে।
বিভিন্ন ফ্রিল্যন্সিও সাইটে এর উপর প্রচুর কাজ থাকে। এছাড়াও আপনি আপনার ওয়েবসাইট সেল করার জন্য বিভিন্ন সাইটে/মার্কেট প্লেসে রাখতে পারবেন।